খবর: (মহিলার কবর খুঁড়ে কাফন চুরি : ৮ কবিরাজকে গণধোলাই)
মরেও দেখি বিপদ আমার
যমরা বলে দাঁড়া,
আট কবিরাজ যুক্তি করে
বুকের ওপর খাড়া।
কী ঝাকমারি কী ঝাকমারি
হলাম ভুবন ছাড়া,
তাও তো দেখি এই মানুষই
করে পেছন তাড়া।
কবরে তাও লোকের ভয়ে
লোমগুলো দেয় নাড়া,
লাশ হয়ে তাও শান্তি কোথায়
কাটছে নাতো ফাঁড়া।
-আহাদ আলী মোল্লা