গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার মাথাভাঙ্গা নদীর চরগোয়ালগ্রামে ড্রেজিং দিয়ে বালি উত্তোলনের সরঞ্জাম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সরঞ্জাম জব্দ করে নিলামে বিক্রির উদ্দেশে স্থানীয় ইউপি সদস্য ভূমি অফিসের হেফাজতে দেন। তবে অভিযানের আগে পালিয়ে যায় বালি উত্তোলনকারী মটমুড়া গ্রামের বকুল হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন জানান, মাথাভাঙ্গা নদীতে ড্রেজিং দিয়ে অবৈধ পন্থায় বালি উত্তোলনের ফলে নদীপাড়ের ঘরবাড়ি ও আবাদি জমিতে ভাঙনের আশঙ্কা দেখা দেয়। কিছু কিছু স্থানে ভাঙন দেখা গেছে। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজিং ইঞ্জিন, পাইপ ও বালি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। যা মটমুড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য মাজহারুল ইসলাম ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হাসিবুর রহমানের হেফাজতে দেয়া হয়েছে। মাটি ও বালি ব্যবস্থানা আইন ২০১০ অনুযায়ী জব্দকৃত সরঞ্জামগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে বালি উত্তোলনকারী বকুল হোসেন পালিয়ে যাওয়ার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না।
উল্লেখ, ওই বালি উত্তোলনের বিষয়ে গত ১৬ ফেব্রুয়ারি দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিলো।