দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি ও রফতানি বন্ধ

 

মাহিদুল ইসলাম রিপন: ভারতের গান্ধি দিবস উপলক্ষে গতকাল বুধবার ২ অক্টোবর সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি ও রফতানি বন্ধ থাকে। বাংলা হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ জানান, ভারতের নেতা মহত্মাগান্ধীর ১১৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ২ অক্টোবর গতকাল বুধবার বাংলাদেশ-ভারতের মধ্যে সকল প্রকার আমদানি ও রফতানি বন্ধ থাকবে বলে সীদ্ধান্তের বিষয় ভারত কর্তৃপক্ষ গত মঙ্গলবার এক বার্তায় জানান। ফলে সকাল থেকে সকল প্রকার আমদানি ও রফতানি বন্ধ থাকে। আমদানি ও রফতানি বন্ধ থাকলেও হিলি স্থল বন্দরের ওয়্যার হাউজে পণ্য উঠা নামা ও পণ্য পরিবহনের কাজ স্বাভাবিক ছিলো।

অন্যদিকে আমাদানি ও রফতানি বন্ধ থাকলেও চেকপোষ্ট দিয়ে দু দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার ছিলো স্বাভাবিক।