মেহেরপুরের মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

 

বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বিদ্যালয় পরিচালনা পর্ষদের এক সদস্য ও দু চাকরি প্রার্থীর দায়ের করা মামলায় গত মঙ্গলবার মেহেরপুর সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক এ নিষেধাজ্ঞা জারি করেন।

জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারী নিয়োগের জন্য কয়েকবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ। গত ১০ মার্চ ও ৯ এপ্রিল প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আলমগীর কবির নামের এক ব্যক্তি অফিস সহকারী পদে লিখিত পরীক্ষা দিয়েছেন। অদ্যবধি তার মৌখিক পরীক্ষা নেয়া হয়নি। প্রধান শিক্ষক নিয়োগের জন্য গত ১৫ সেপ্টেম্বর পত্রিকায় পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে দলীয় লোক নিয়োগের অপচেষ্টা এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সেলিম মোল্লা, প্রধান শিক্ষক পদপ্রার্থী মিজানুর রহমান (মিলন) ও অফিস সহকারী পদের প্রার্থী আলমগীর কবির মেহেরপুর সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক ওই নিয়োগ প্রক্রিয়ার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। একইসাথে সাত দিনের মধ্যে মামলার বিবাদী মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাহবুব আলম শান্তিকে আদালতে জবাব দেয়ার আদেশ দেন। উল্লেখ্য, গত মাসে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় অর্থ বাণিজ্যের অভিযোগ তুলে বেশ কয়েক প্রার্থী পরীক্ষা বর্জন করেন।