চুয়াডাঙ্গার পৃথক স্থানে দুর্ঘটনায় দু শিশু গুরুতর আহত : রাজশাহীতে রেফার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার পৃথকস্থানে দুর্ঘটনায় দু শিশু গুরুতর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
জানা গেছ, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ গ্রামের রবিউল ইসলামের আড়াই বছর বয়সী ছেলে লিমন গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে বাড়ি ছাদ থেকে পড়ে গিয়ে আহত হয়। পরিবাদের লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। শিশু লিমন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার করা হয়েছে।
অপরদিকে আলমডাঙ্গার হাপানিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে রিয়া খাতুন (৭) রাস্তা পার হওয়ার সময় করিমনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছে। গতকাল সোবমার সন্ধ্যায় ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে চুয়াডাডাঙ্গা সদর হাসাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

Leave a comment