চুয়াডাঙ্গার তিতুদহে ডাকাতির এক দিনের মাথায় ৪টি শক্তিশালী বোমা উদ্ধার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের গবরগাড়া গ্রামে ডাকাতির একদিনের মাথায় গিরীশনগর বাজার পাড়া থেকে ৪টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল সোমবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরীশনগর বাজার পাড়ার আবুল কাশেমের সার গর্তের ওপর মুখ বাঁধা একটি পলিথিন এবং ৪টি স্কপটেপ দিয়ে মোড়ানো কৌটা দেখতে পায় প্রতিবেশীরা। পরে তিতুদহ ক্যাম্প পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলকে উদ্ধার করে ৪টি শক্তিশালী বোমা। তবে পুলিশ বলেছে, এগুলো বোমা নয় বোমাসাদৃশ্য বস্তু।

Leave a comment