আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের ধর্মঘট

চুয়াডাঙ্গায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে জেলা ছাত্রদলের পৃথক বিবৃতি
স্টাফ রিপোর্টার: আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট আহ্বান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল সোমবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের পক্ষে সহসভাপতি নাজমুল হাসান একথা জানান। বিবৃতিতে বলা হয়, সংগঠনের নেতাকর্মী হত্যা, গ্রেফতার ও নির্যাতন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহাবস্থানের প্রতিবাদে এবং অবিলম্বে অবৈধ সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রদল দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্রধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছে। বিবৃতিতে এ কর্মসূচি পালনের জন্য ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক। ছাত্রদলের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।
এদিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ সরোয়ার রোমান, যুগ্ম আহ্বায়ক জাহিদ মো. রাজিব খান, শাহজাহান ও মোমিনুর রহমান মোমিন যৌথ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, সারাদেশে দলীয় নেতাকর্মীদের ধারাবিহকভাবে মিথ্যা মামলায় গ্রেফতার খুন, গুম ও শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসের যে নৈরাজ্য চলছে তার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার তিনদিনের যে ধর্মঘটের ডাক দিয়েছে তা সফল করার জন্য চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সকলের প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সারাদেশে একনায়কতন্ত্রের যে রামরাজত্ব চলছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানেগুলো শিক্ষার নামে অরাজকতা বিরাজ করছে। এ নাজুক পরিস্থিতির অবসান ঘটানো অতীব জরুরি। তাই প্রতিবাদের ভাষা হিসেবে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। ছাত্রদলের সকল নেতাকর্মীকে এ কর্মসূচি সফল করার জন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভবিক কার্যক্রম বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
অপরদিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক শামীম হাসান টুটুল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানিয়েছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশব্যাপি সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের সমর্থনে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে মিছিল ও সমাবেশ করেছে। দেশব্যাপি ছাত্রলীগ কর্তৃক শিক্ষাঙ্গনে নৈরাজ্য, সারাদেশে বিরোধী দলীয় ছাত্রসংগঠনের নেতাকর্মীদের পুলিশ কর্তৃক হত্যা, নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এ ধর্মঘটের সমর্থন জানিয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল মিছিল ও সমাবশে করে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে বেলগাছি রেলগেট থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসানের সভাপিতত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম হাসান টুটুল, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মাসুদুল হক মাসুদ, ছাত্রদল নেতা সরোয়ার উদ্দীন, সাদ্দাম হোসেন, রাকিবুল হোসেন রাকিব, আব্দুল আজিজ, সজিব, আব্দুল মাবুদ প্রমুখ।
সমাবেশে বক্তারা ছাত্রধর্মঘটে চুয়াডাঙ্গা জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানদের আহ্বান জানিয়ে ছাত্রধর্মঘট শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র নেতৃবৃন্দের আহ্বান জানান।