গাংনীর করমদীতে তামাকঘরে বোমা বিস্ফোরণ : চারটি বোমা উদ্ধার

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর করমদী গ্রামের হাসান আলীর পরিত্যক্ত তামাকঘরে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি বোমা ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে। গতকাল সোমবার সকালে তামাকঘর সংস্কার করার সময় ইটের আঘাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তামাকঘরের মালিক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, করমদী পশ্চিমপাড়ার খেদের আলীর ছেলে কৃষক হাসান আলীর তামাকঘর সংস্কার করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় তামাকঘরের চালের ওপর থেকে একটি ইট ঘরের মধ্যে পড়ে। এতে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটলে শ্রমিকরা ভয়ে পালিয়ে যান। তবে এ ঘটনায় কেউ আহত হননি। বোমার শব্দে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় তারা ওই তামাকঘরের মধ্যে আরো কয়েকটি বোমা দেখতে পান। খবর দেয়া হয় পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ঘটনাস্থল থেকে চারটি বোমা উদ্ধার করা হয়েছে। কোনো নাশকতা ঘটানোর জন্য দুর্বৃত্তরা সুবিধাজনক স্থান হিসেবে তামাকঘরে বোমা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।