খবর: (দর্শনা চেকপোস্টে পাসপোর্টধারী হয়রানির শিকার)
পয়সা পেলেই কর্তা মশাই হাসেন
অন্যরা সব আচ্ছা রকম ফাঁসেন
নিত্য সাহেব বখরা-বাটা তোলেন
মাসে মাসে বেজায় ফোলা ফোলেন।
লোকের কাছে ফোঁস দিয়ে খুব বাটেন
রোজ সকালে পাতলা হতে হাঁটেন
যেইখানে মাল সেইখানে চোখ রাখেন
চুনোচানা জালের মতোন ছাঁকেন।
ভয় দেখিয়ে চান্দা পাতি হাতান
স্বার্থ বুঝে আত্মীয়তা পাতান
ফতুর করে সেখান থেকে সরেন
করেন না কী সবই সাহেব করেন!
-আহাদ আলী মোল্লা