মেহেরপুরের রাজনগরে বোমা ও জেহাদি বই রাখার খবর দিয়ে ফেঁসে গেলেন তথ্যদাতা

 

আমঝুপি প্রতিনিধি: বোমা ও জেহাদি বইয়ের খরব দিয়ে প্রাক্তন মেম্বার মাদরাসা শিক্ষককে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন খবরদাতা নিজেই। গত শুক্রবার রাতে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল রাজনগর গ্রাম থেকে ১টি বোমাসাদৃশ্য বস্তু ও দুটি জেহাদি বই উদ্ধারের পর সন্দেহ দানা বেঁধে ওঠে। ঘটনাস্থল গৃহকর্তার বাড়ির অদূরে হওয়ায় তাকে ফাঁসাতে নাটক সাজানো হয়েছে বলে পুলিশের ধারণা। তাই খোঁজা হচ্ছে সেই খবরদাতাকে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, রাত দুটোর দিকে তার মোবাইল নম্বরে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে খবর দেন। সে মতে, রাজনগর গ্রামের প্রাক্তন মেম্বার রাশিদুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। তিনি বিএনপি সমর্থক। ছেলের স্ত্রীর চিকিৎসার জন্য ওই রাতে ফরিদপুরে অবস্থান করছিলেন রাশিদুল ইসলাম ও তার পরিবারের কয়েকজন। তার বাড়িঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে খবরের সত্যতা মেলেনি। পুলিশের দলটি ফিরে আসার সময় তার বাড়ির সামনে ফাঁকা জায়গায় ইটের মধ্যে বোমাসাদৃশ্য একটি বস্তু ও দুটি জেহাদি বইয়ের সন্ধান মেলে। এর মধ্যে একটির লেখক প্রয়াত জামায়াত নেতা গোলাম আযম। উদ্ধারে পর থেকে খোঁজা হচ্ছে সেই তথ্যদাতাকে। কিন্তু তার মোবাইলফোন বন্ধ রয়েছে। রাশিদুলকে ফাঁসাতে তথ্যদাতা নিজেই ওইগুলো রেখেছিলো বলে ধারণা করছে পুলিশ।

এর আগেও কয়েকবার তার বাড়ির আশপাশে অস্ত্র ও বোমা রেখে ফাঁসানোর অপচেষ্টা করা হয়েছিলো বলে জানান রাশিদুল ইসলামের পরিবারের সদস্যরা।

Leave a comment