জাহাঙ্গীর আলম: আলমডাঙ্গার জাহাপুর-পাইকপাড়া সড়কের চলাচলের একমাত্র হাটুভাঙা কড়িয়ার ব্রিজটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আবার সেই সাথে যোগ হয়েছে কাদা। এক কথায় কাদা ও ব্রিজ ভেঙে যাওয়ায় এলাকাবাসীর দুর্দশার শেষ নেই।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের জাহাপুর-পাইকপাড়া সড়কটি তৈরির পর থেকে পড়েনি ইট কিংবা বালির ছোঁয়া। আর হাটুভাঙা কড়িয়ার ব্রিজ ছিলো যেটা বছর পাঁচেক আগে ভেঙে গেছে। জাহাপুর-পাইকপাড়া সড়ক দিয়ে জাহাপুর, পাইকপাড়া, মুচিপাইপাড়া ও চিলাভালকি গ্রামের প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু এলাকাবাসী কাদার ভেতর দিয়ে চলাচল করলেও এখন হাটুভাঙা কড়িয়ার ব্রিজ না থাকায় এলাকাবাসীর চলাচল ব্যাহত হচ্ছে। এ বিষয়ে আইলহাস ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য হবিবার রহমান জানিয়েছেন, এ ব্যাপারে এলজিইডি অফিসে রাস্তা ও হাটুভাঙা কড়িয়ার ব্রিজ মেরামতের জন্য লিখিত আবেদন করেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো ফলাফল আসেনি।