শর্ত ভেঙে ওয়াজ : বন্ধ করে দিলো পুলিশ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ওলামা পরিষদের আয়োজনে দু দিনের ইসলামী মহাসম্মেলনের শেষ দিনে শেষ হওয়ার পূর্বেই পুলিশ বন্ধ করে দিয়েছে। টাউন ফুটবল মাঠে আয়োজিত মাহফিল স্থলে হাজির হয়ে পুলিশ জানায়, কথা ছিলো শর্ত ভঙ্গ করা যাবে না। শর্ত মোতাবেকই সমাবেশের সুযোগ দেয়া হয়। এরপরও শর্ত ভেঙে ওয়াজ কেন? ভুল স্বীকার করে সুষ্ঠুভাবে সম্পন্ন করার আকুতি জানালেও পুলিশ জানায়, শর্ত ভঙ্গকারীদের আবারও কি বিশ্বাস করা যায়? চলবে না। এরই এক পর্যায়ে সমাবেশ ভেস্তে যায়। গতপরশু শুরু হয়ে গতরাতে শেষ হওয়ার কথা ছিলো। পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধ করে দেয়। এ বিষয়ে আয়োজকদের কোনো বক্তব্য অবশ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Leave a comment