আলমডাঙ্গার ৩টি ইটভাটায় নির্বিঘ্নে ডাকাতি করলেও এসএনবি ইটভাটায় শক্ত প্রতিরোধ

উপর্যপরি বোমা হামলা তোয়াক্কা না করে ইটভাটার শ্রমিকদের গড়ে তোলা প্রতিরোধের মুখে পালিয়েছে বোমাবাজ চাঁদাবাজ চক্র

 

আলমডাঙ্গা ব্যুরো: উপর্যুপরি বোমা হামলাকে উপেক্ষা করে আলমডাঙ্গার ফরিদপুরের এসএনবি ইটভাটার শ্রমিকদের গড়ে তোলা প্রতিরোধের মুখে পালিয়ে গেছে বোমাবাজ-চাঁদাবাজ সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গার ৩টি ইটভাটা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে সন্ত্রাসীরা নগদ টাকাসহ শ্রমিকদের ১৮টি মোবাইলফোন ছিনিয়ে নিয়ে শেষে এসএনবি ইটভাটায় চড়াও হলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শ্রমিকসূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত ৭/৮ জনের এক বোমাবাজ-চাঁদাবাজ সন্ত্রাসী গ্যাং গ্রুপ আলমডাঙ্গার বণ্ডবিল গ্রামে অবস্থিত বাবু মুন্সির এমএক্সবি ইটভাটায় গিয়ে চড়াও হয়। হত্যার ভয় দেখিয়ে শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিকট থেকে নগদ ৭ হাজার টাকা ও ৫টি মোবাইলফোন ছিনিয়ে নেয়। এরপর সন্ত্রাসী চাঁদাবাজ গ্যাং গ্রুপটি নিকটবর্তী নওদা বণ্ডবিলে অবস্থিত ঠাণ্ডু মিয়ার ইটভাটায় গিয়ে চড়াও হয়। সেখানেও একইভাবে অস্ত্রের মুখে জিম্মি করে শ্রমিকদের নিকট থেকে ৭টি মোবাইলফোন ছিনিয়ে নেয়। এরপর তারা ফরিদপুর-দোয়ারপাড়ায় অবস্থিত চাঁন্দ আলীর আরএনবি ইটভাটায় গিয়ে একইভাবে শ্রমিকদের ৬টি মোবাইলফোন ছিনিয়ে নেয়। শেষে একই এলাকায় অবস্থিত হক সেলিমের এসএনবি ইটভাটায় ডাকাতি করতে যায় সন্ত্রাসী গ্যাং গ্রুপটি। ইটভাটায় ডাকাতির খবর বণ্ডবিল গ্রামে ছড়িয়ে পড়ে।

এসএনবি ইটভাটামালিক হক সেলিমের ছোট ভাই জাবুর আলীকে বণ্ডবিল ইটভাটায় ডাকাতির খবর বণ্ডবিল গ্রামের এক ব্যক্তি তাকে ফোনে জানিয়ে দেন। সংবাদ পেয়ে জাবুর অন্যদের সাথে নিয়ে দ্রুত ইটভাটায় উপস্থিত হন। তিনি ইট শ্রমিকদের সাথে নিয়ে প্রতিরোধ করেন। ওই সন্ত্রাসী গ্রুপটি ইটভাটার সামনে উপস্থিত হলে ভাটাশ্রমিকরা ভেতরে প্রবেশ করতে নিষেধ করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসী চাঁদাবাজরা শ্রমিকদের লক্ষ্য করে দূর থেকে ১টি বোমা নিক্ষেপ করলে প্রচণ্ড শব্দে তা বিস্ফোরিত হয়। সে সময় সকল শ্রমিক ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে সন্ত্রাসীদের ওপর। সন্ত্রাসীরা এ সময় ৪টি বোমার বিস্ফোরণ ঘটালেও পিছুপা হননি শ্রমিকরা। অবশেষে শ্রমিকদের প্রতিরোধের মুখে বাধ্য হয়ে পালিয়ে যায় চাঁদাবাজ-বোমাবাজ সন্ত্রাসীরা। পালিয়ে যাওয়ার সময় তারা একটি চিরকুট ফেলে রেখে যায়। চিরকূটে লেখা ছিলো- ‘০১৮৩৬৮৭০৯৭১ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল জনযোদ্ধা রাজু আহমেদ রাজু।’

উল্লেখ্য, প্রায় ১ বছর পূর্বে এ চাঁদাবাজ গ্রুপটি একইভাবে ওই ৪টি ইটভাটার শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়েছিলো।

Leave a comment