আলমডাঙ্গার ওসমানপুরে গাঁজাসহ একজন আটক : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা ওসমানপুর হঠাৎপাড়ায় র‌্যাব-৬ অভিযান চালিয়ে ৭শ গ্রাম গাঁজাসহ আলিমকে আটক করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আলিমের নিজ বাড়ি থেকে তাকে আটকের পর তার স্বীকারক্তিতে ঘর তল্লাশি করে গাঁজা উদ্ধার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জানা গেছে, আলমডাঙ্গার ওসমানপুর গ্রামের হঠাৎপাড়ার মৃত দিদার খন্দকারের ছেলে আলিম খন্দকার (৫০) দীর্ঘদিন ধরে গাঁজাসেবনসহ ব্যবসা করে আসছে। তার কারণে ওই এলাকার যুবসমাজ ধ্বংস হতে চলেছে। সে ওই এলাকার অনেককে মাসোহারা দিয়ে ব্যবসা করে বলে জানায়। গতকাল সন্ধ্যায় গাংনী র‌্যাব-৬’র এএসপি উৎপল কুমার রায়ের নেতৃত্বে ডিএডি আলি-উল-আজিম ও এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওসমানপুর হঠাৎপাড়ায় অভিযান চালিয়ে আলিমকে আটক করে। আটকের পর আলিমের স্বীকারাক্তিতে তার ঘর থেকে ৭শ গ্রাম গাঁজা উদ্ধার করে। আলিমকে নিয়ে রাতেই নিবার্হী অফিসারের অফিসে নিয়ে যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা ব্যবসায়ী আলিমকে মাদকদ্রব্য আইনে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।