গাংনীতে ব্যবসায়ীর বাড়ি সামনে থেকে দুটি বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা শহরের উত্তরপাড়ার রড সিমেন্ট ব্যবসায়ী নাছির উদ্দীনের বাসভবনের সামনে থেকে দুটি বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটার দিকে গাংনী থানা পুলিশের একটি দল বস্তু দুটি উদ্ধার করেন। চাঁদা দাবিতে এগুলো রাখা হয়েছে বলে জানান ওই ব্যবসায়ী।

নাছির উদ্দীন জানান, উত্তরপাড়ায় তার বাসভবনের নিচতলায় ব্যবসা প্রতিষ্ঠান। দোতলায় তিনি সপরিবারে বসবাস করেন। বৃহস্পতিবার রাত নয়টার দিকে অজ্ঞাত এক চাঁদাবাজ মোবাইলে তার কাছে চাঁদা দাবি করে। তিনি কলটি কেটে দেন। সকালে ঘুম থেকে উঠে নিচতলায় নামতে গিয়ে সিঁড়ির সামনে বোমাসাদৃশ্য বস্তুত দুটি দেখতে পান।

খবর পেয়ে গাংনী থানার এসআই নাছির উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে বোমাসাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে পানি-বালি ভর্তি পাত্রে থানায় নেন। ভিত্তি সৃষ্টি করার জন্য জর্দ্দার কৌটায় টেপ জড়িয়ে বোমাসাদৃশ্য বস্তু বানানো হয়েছে বলে জানান এসআই নাছির উদ্দীন।