চার জেলার সীমান্তে রেড অ্যালার্ট বিএসএফ’র

 

ঝিনাইদহ প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জে বিধানসভা এবং দক্ষিণ ২৪ পরগণা জেলার বনগাঁয় লোকসভার উপনির্বাচনের জন্য চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও মেহেরপুর সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণের কারণে এ দুটি অঞ্চলের বাংলাদেশের এ চার জেলার সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন।

সর্বোচ্চ সর্তকাবস্থায় রাখা হয়েছে সে দেশের সীমান্তরক্ষী বিএসএফকে। আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এ অবস্থা বজায় থাকবে বলে জানা গেছে। ভারতের জারি করা রেড অ্যালার্ট বা সীমান্ত সিল করে দেয়ার বিষয়ে সত্যতা স্বীকার করে চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক এসএম মনিরুজ্জামান জানান, পার্শ্ববর্তী দেশ ভোটগ্রহণের জন্য এ ব্যবস্থা নিলেও চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট এবং মৈত্রী ট্রেনে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অন্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় এ ৩ সীমান্তে বর্ডার গার্ডের (বিজিবি) নজরদারি বাড়ানো হয়েছে।