মাথাভাঙ্গা মনিটর: গাড়ি চালানোর দায়ে আটক দু সৌদি নারীকে মুক্তি দিয়েছে সৌদি আরব সরকার। এ দু নারী অধিকার কর্মীকে গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে প্রায় দু মাস আটক রাখার পর মুক্তি দেয়া হলো। বন্দী মুক্তি আন্দোলনের সাথে যুক্ত একজন জানিয়েছেন, হ্যাঁ, লৌজাইন এখন মুক্ত। মুক্তি পাওয়ায় তিনি খুশি। লৌজাইনের সাথে গ্রেফতার অপর নারী মায়সা আল-আমৌদিকেও মুক্তি দেয়া হয়েছে বলে তার পরিবার নিশ্চিত করেছে। এ দুজন গত বছর ১ ডিসেম্বর সৌদি আরবে গাড়ি চালাতে নারীদের নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি নিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে গাড়ি চালিয়ে সৌদি আরবে প্রবেশ করার চেষ্টা চালিয়েছিলেন। এর পরই সীমান্ত থেকে এ দুজনকে আটক করা হয়েছিলো।