মাথাভাঙ্গা মনিটর: ভারতে বসবাসরত বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন বিভিন্ন দিবস নিয়ে মন্তব্য করে আলোচিত সমালেচিত। এবার নিসঙ্গ জীবনে তসলিমা গতকাল শুক্রবার তার ফেসবুকে সেক্স দিবস চালুর প্রস্তাব করে স্ট্যাটাস দিয়েছেন। তসিলমা তার স্ট্যাটাসে সেক্স দিবসের প্রয়োজনীয়তা অনুভব করে নানা যুক্তি তুলে ধরে রসালো মন্তব্য করেছেন। তসলিমার ফেসবকু স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো। ‘ঘুম থেকে উঠেই শুনলাম আজ চুমু দিবস। তো কাকে চুমু খাবো আজ? চুমু খাওয়ার আমার আছে এক বেড়াল. বেড়ালের মেজাজ মর্জি ভালো থাকলে তার ঠোঁটে আজ চুমু খাওয়া যেতে পারে বৈকি. আজকাল সবকিছু নিয়ে দিবস টিবস হচ্ছে। মা-বাপ নিয়ে হয়ে গেছে, ভাই-বোন, কাকা-মামা, ফুপি-খালা নিয়ে হয়েছে কি-না এখনো জানি না। কী নিয়ে দিবস হয়নি তা-ই হয়তো একদিন গবেষণার বিষয় হবে। ভালোবাসা দিবস হলো, চুমু দিবস হলো, এর পরের দিবসটা নির্ঘাত সেক্স দিবস! সেক্স দিবসটা খুব জরুরি। কতো মানুষ জীবনের পুরোটা বা বেশির ভাগ সময় সেক্সবিহীন কাটিয়ে দেয়। সমাজের চোখ রাঙানো অমান্য করে, যাকে পছন্দ তার সাথে, সে যদি রাজি থাকে, সেক্স করো। বনোবো হয়ে যাও সবাই। বনোবোরা প্রচণ্ড সেক্স ভালোবাসে। মানুষ তো সারাক্ষণ সেক্স নিয়ে ভাবে। বনোবোরা ভাবাভাবিতে নেই, তারা করে দেখিয়ে দেয়। এ সেক্স জিনিসটা বনোবোদের ট্যাবু নয়, মানুষই সেক্সকে ট্যাবু বানিয়েছে। পোড়া কপাল আর কাকে বলে! বনোবোরা সেক্স করেই নিজেদের মধ্যে ঝগড়া লড়াই বন্ধ করে। মানুষের সাথে বনোবোর ডিএনএ’র সবচেয়ে বেশি মিল ৯৮ দশমিক ৪ ভাগ।