এলাকাবাসী আজ থেকে শুরু করছে পাহারা
ঘোলদাড়ি প্রতিনিধি: আলমডাঙ্গার ভেদামারী ও খেজুরতলা গ্রামেসহ আশপাশ এলাকায় ছিঁচকে চুরি, ডাকাতি ও চাঁদা দাবিতে হুমকিসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিরাতে কোনো না কোনো বাড়ি চুরি ডাকাতি সংঘটিত হচ্ছে। এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে আজ থেকে পাহারার ব্যবস্থা করা হবে বলে স্থানীয় এক জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে।
এলাকাবাসী অভিযোগ করে জানিয়েছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের ভেদামারী ও খেজুরতলা গ্রামের আশপাশ এলাকায় গত একমাসে প্রায় ১০/১৫টি চুরি ও ডাকাতি সংঘটিত হয়েছে। সেই সাথে চাঁদা দাবিতে একের পর এক হুমকি দিচ্ছে চাঁদাবাজচক্র। চুরি, ডাকতি ও চাঁদা দাবিতে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী গতকাল সন্ধ্যায় ভেদামারী গ্রামে মিটিং ডাকে। মিটিঙে সিদ্ধান্ত নেয়া হয় আজ থেকে পর্যায়ক্রমে এলাকাবসী পাহারা দেবে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী জানান, চুরি ডাকাতি ও চাঁদা দাবিসহ বিভিন্ন অপরাধ হলে এলাকাবাসী পুলিশকে জানালে পুলিশের জন্য অপরাধ প্রতিরোধ করা সহজ হয়। আর এ জন্য পুলিশবাহিনী তৎপর আছে এবং প্রয়োজনে পুলিশ টহল আরও বাড়ানো হবে।