নিউজিল্যান্ডের প্রতিশোধ না শ্রীলঙ্কার ধারাবাহিকতা

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই রয়েছে রোমাঞ্চকর ক্রিকেটের হাতছানি। ওয়ানডের সেরা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে দু শক্তিশালী দল নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ শনিবার বাংলাদেশ সময় ভোর চারটায় খেলা শুরু হওয়ার কথা। দারুণ ছন্দে আছে নিউজিল্যান্ড। ক্রিকেট বিশ্লেষকরা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় ফেভারিট হিসেবে দেখছেন বিশ্বকাপের সহ-আয়োজক নিউজিল্যান্ডকে।
দেশের মাটিতে বরাবরই ফেভারিট নিউজিল্যান্ড। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারানোয় ব্রেন্ডন ম্যাককালামের দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গেই। তাই মধুর প্রতিশোধের অপেক্ষায় আছে দলটি। গতবার সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল তারা। এক বছরের বেশি সময় ধরে এ টুর্নামেন্টের প্রস্তুতি নেয় নিউজিল্যান্ড। ২০১৩ সালের শেষদিকে বাংলাদেশ সফরে এসে দলের কোচ মাইক হেসন জানিয়েছিলেন, বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন তারা। প্রস্তুতি ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের সহজ জয়ই জানান দেয়।