স্টাফ রিপোর্টার: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা লাগাতার অবরোধ ও হরতালে বৃহস্পতিবার তেমন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। রাজধানীও ছিলো শান্তিপূর্ণ। পুলিশ রংপুর, লক্ষ্মীপুর, সিলেট ও কুমিল্লাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ দলের দেড় শতাধিক নেতকার্মীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে লক্ষ্মীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান ছট্টুও রয়েছেন। অবরোধের ৩৮ দিনে এসেও বিভিন্ন ধরনের যানবাহনে হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও সাভারসহ বিভিন্ন স্থানে ৯টি গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা হামলা চালানো হয়। সাভারে ফরিদপুরগামী একটি বাসে পেট্রোলবোমায় দুজন দগ্ধ হয়েছে। রাজধানীর শাহবাগে ককটেল বিস্ফোরণের সময় দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে পথচারীরা। তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টুর ফেনীর দাগনভূঞা আলাইয়ারপুরের বাড়িতে বোমা নিক্ষেপ, গুলি ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করা হয়েছে। কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের নথিপত্র। সিলেটে বুধবার রাতে নগরীর ২টি সিএনজি ফিলিং স্টেশনে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রামে আদালতের নির্দেশে জামায়াতে ইসলামীর এক নেতার বাসার মালামাল জব্দ করেছে পুলিশ। বুধবার গভীর রাতে খুলনার খালিশপুরের মেঘনা ডিপোতে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন দুজন রিকশাচালক। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণে রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর সাধারণ মানুষের মধ্যে ছিলো চরম আতঙ্ক। গত ২৪ ঘণ্টায় পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামপুরা ব্রিজের কাছে আলিফ এন্টারপ্রাইজের একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করায় আগুনে মো. বাপ্পী নামে চালকের সহকারী দগ্ধ হয়েছেন। আগুনে বাসটি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ বাপ্পীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোহেল জানায়, বাসটি বনশ্রী-মিরপুর রুটের। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণে মো. সোহেল নামে এক চা দোকানি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের পাশে ককটেল বিস্ফোরণে রিকশাচালক মিঞ্জু ও যাত্রী নূরুল আমিন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি আগামীকাল সারা দেশে শান্তি বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সরকার গণদাবি মেনে নেয়ার ঘোষণা না দিয়ে আগামী ১৫ই ফেব্রুয়ারি রোববার থেকে অবরোধের সঙ্গে সর্বাত্মক হরতালসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে দলটি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ নতুন কর্মসূচি ঘোষণা ও হুঁশিয়ারি দেন।
রাজধানীর সড়কগুলোতে অন্যান্য দিনের চেয়ে গণপরিবহনের সংখ্যা বেশি থাকলেও ব্যক্তিগত গাড়ি চলেছে কম। রাজধানী থেকে দূরপাল্লার বিভিন্ন রুটেও সীমিত আকারে গাড়ি চলাচল করেছে। ট্রেন ও লঞ্চ চলাচল ছিলো স্বাভাবিক। রাত সাড়ে ৮টায় যাত্রাবাড়ী মোড়ে বাসে আগুন দিয়ে পালানোর সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন একজন। তাৎক্ষণিকভাবে তার নাম-ঠিকানা পাওয়া যায়নি। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সেলিনা সুলতানা নিশিতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিন ধানমণ্ডির সাতমসজিদ রোডের স্টার কাবাবের সামনে সিএনজি অটোরিকশায় পেট্রলবোমা নিক্ষেপে দুই যাত্রী গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি। মহাখালীতে একটি যাত্রীবাহী লেগুনায় আগুন দেয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এর আগে দুপুর পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে পরপর ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় জসিম উদ্দিন নামের এক রিকশাচালক গুরুতর আহত হন। আহত রিকশাচালককে উদ্ধারের পর স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এছাড়া পুরান ঢাকার আদালতপাড়ার সামনের সড়কে সকাল সাড়ে ৯টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকট শব্দে ককটেল দুটি বিস্ফোরিত হলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে ওই এলাকায় তল্লাশি চালায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।
এদিকে টানা অবরোধ ও হরতালে নাশকতা পরিকল্পনার অভিযোগে পুলিশ রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট এলাকা থেকে তিন শিবিরকর্মীকে আটক করে। আটককৃতরা হলেন আবুল হোসেন মোল্লা, ওবায়দুর রহমান ও রাজিব হোসেন। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে গোপন খবরের ভিত্তিতে বনানী থানা পুলিশ তাদের আটক করে। বিকাল ৩টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত রসায়ন বিভাগের নিচতলা থেকে একটি পেট্রলবোমা ও ৩টি ককটেল উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। টানা অবরোধ ও হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি বিশ্ববিদ্যালয়টিতে। বৃহস্পতিবার ক্যাম্পাসে বেশ কয়েকটি বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তবে হরতালের কারণে অধিকাংশ বিভাগে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। এর আগে বেলা দেড়টার দিকে রাজধানীর উত্তর শাহজাহানপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি পেট্রলবোমা উদ্ধার করে ৱ্যাব-৩।
নরসিংদী ভাটপাড়ায় ট্রাকে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির চালক দগ্ধ হয়েছেন। গতরাতে এ ঘটনা ঘটে।