দর্শনা-মুজিবননগর সড়কের রুদ্রনগরে কাঠ বহন করা পাউয়ারটিলারের ধাক্কা
কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দর্শনা-মুজিবননগর সড়কের রুদ্রনগরে আলমসাধু দুর্ঘটনায় আব্দুল খালেক (৫০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক কার্পাসডাঙ্গার কাঞ্চনতলাগ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, ৫ সন্তানের জনক আব্দুল খালেক আলমসাধুযোগে জীবননগর উথলীর শেয়ালমারীর হাটের উদ্দেশে রওনা হন। তিনি গরু কেনার জন্য বাড়ি থেকে পশুহাটের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে রুদ্রনগর নামক স্থানে কাঠ বহন করা একটি পাউয়ারটিলার অতিক্রমের সময় আলমসাধু আরোহী কাঠে বেধে আছড়ে পড়েন। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। সাথে সাথে চালককে ধরতে অন্য আরোহীসহ স্থানীয়রা ছুটে গেলে চালক দ্রুত সটকে পড়ে।
যে মানুষটা দুপুরের খাবার খেয়ে গরু কেনার জন্য হাটের উদ্দেশে রওনা হলেন, সেই মানুষটা কিছুক্ষণের মধ্যেই ফিরলেন লাশ হয়েছে। তার মৃতদেহ বাড়িতে নেয়া হলে পরিবারের সদস্যসহ নিকটাত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েন। সন্তানসহ স্ত্রীদের বুকফাটা আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। মামলা হয়নি। গতরাতে বাদ এশা নিজ গ্রামের কবরস্থানে দাফনের প্রক্রিয়া করা হয়।
উল্লেখ্য, শ্যালোইঞ্জিনচালিত আলমসাধসহ নানা নামের অবৈধযান একের পর এক প্রাণকেড়েই চলেছে। প্রাণহানির পাশাপাশি বহু মানুষকে করছে পঙ্গু। আলমসাধুর চাকায় নিহতের সংখ্যা বাড়লেও মামলা হয় না। অধিকাংশ ক্ষেত্রেই দুর্ঘটনা ঘটিয়ে পার পাওয়ার কারণে এসব অবৈধযানের চালকেরা বেপরওয়া হয়ে উঠছে বলে অনেকেরই অভিমত।