আজ ১৩ ফেব্রুয়ারি মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ভাষাসৈনিক মুক্তিযোদ্ধা আহম্মদ আলীর ১৬তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। ‘ক্ষেতে কৃষাণ, কলে মজুর; জোট বাঁধো, তৈরি হও’ এ স্লোগান নিয়ে বাম রাজনীতি দিয়ে মেহনতি মানুষের পক্ষে লড়াই সংগ্রাম শুরু হলেও পরে ৫৪ সালে মাওলানা ভাষানীর রাজনৈতিক ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে মেহেরপুর রাজনৈতিক অঙ্গনে যার প্রবেশ তিনি মেহেরপুরের আহম্মদ আলী। তিনি ১৯৩৫ সালের ১৪ এপ্রিল জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। এর আগে ১৯৫৪ সালে সোহরাওয়ার্দীর নেতৃত্বে যুক্তফ্রন্টের নির্বাচনে চট্টগ্রাম অঞ্চলের ছাত্র যুবকর্মীর আহ্বায়ক ছিলেন। ১৯৬৯ এ আইয়ুববিরোধী গণআন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে তিনি গ্রেফতার হন। তিনবার তিনি বিএনপির সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। মেহেরপুর শিল্প ও বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং ১৯৯৬ সালে তিনি ব্যবসায়ীদের কেন্দ্রীয় সংগঠন এফবিসিসিআই’র পরিচালক হিসেবে নির্বাচিত হন।
মৃত্যুবার্ষিকীর কর্মসূচি: আজ ১৩ ফেব্রুয়ারি তার ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। মরহুমের জ্যেষ্ঠপুত্র মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন জানান, আজ বিকেল ৩টায় পৌর টাউনহলে আলোচনাসভা। বিকেল সাড়ে ৪টায় শহরে শোকৱ্যালি শেষে মরহুমের কবর জিয়ারত অনুষ্ঠিত হবে। -বিজ্ঞপ্তি।