একটি মেয়েকে দু ভায়ের প্রেম প্রস্তাব: প্রত্যাখ্যানে বিষপান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মাছেরদাড়ির দু কিশোর বিষপান করে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বেলা ১০টার দিকে পার্শ্ববর্তী চাদপুর মাঠে বসে বিষপান করে বলে তাদের শয্যাপাশে থাকা লোকজন জানান।

রোগীর লোকজন জানায়, মাছেরদাড়ি দক্ষিণপাড়ার আব্দুল জব্বারের ছেলে রেজাউল (১৬) ও তার মামাতো ভাই মৃত বিল্লাল হোসেনের ছেলে মফিজুল ইসলাম (১৫) গ্রামের স্কুলপাড়ার একটি মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। ওই মেয়ে প্রেমপ্রস্তাব প্রত্যাখ্যান করায় দু ভাই বিষপান করার সিদ্ধান্ত নেয়। তারা স্কুলপাড়ার একটি কীটনাশকের দোকান থেকে বিষ কিনে মাঠে বসে বিষপান করে।  মাঠের লোকজন টের পেয়ে তাদের দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে ভর্তি করে।