মেহেরপুরে আটজনকে প্রাধানমন্ত্রীর চিকিৎসা অনুদানের চেক প্রদান

মেহেরপুর অফিস: প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মেহেরপুরের আটজন দুস্থ ও রোগাক্রান্ত ব্যক্তির মাঝে চিকিৎসা বাবদ তিন লাখ ৬৫ হাজার টাকার আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন তার নিজ বাড়িতে দুস্থদের হাতে চেক তুলে দেন। মেহেরপুর পৌরসভার নতুনপাড়ার লোকমান হেকিম, ৩ নং ওয়ার্ডের ইমাদুল হক ও বেলাল হোসেন, ৫ নং ওয়ার্ডের রেহানা খাতুন, সদর উপজেলার যাদবপুর গ্রামের দিলারা খাতুন, কুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন ও মুজিবনগরের ওয়াজেদ আলীকে মোট তিন লাখ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ পর্যন্ত জেলার ৩১ জনকে মোট ১৩ লাখ ৬৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে বলে জানান এমপি অধ্যাপক ফরহাদ হোসেন।