বদরগঞ্জ প্রতিনিধি: গতকাল মঙ্গরবার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩ নং কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামে শেখ রাসেল ক্লাব ও প্রতিবন্ধী স্কুল উদ্বোধন করা হয়েছে। জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শেখ রাসেল এবং প্রতিবন্ধী স্কুল উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের উপপ্রচার সম্পাদক মো. শওকত আলী বিশ্বাস, চুয়াডাঙ্গা পাইনক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজিজুল হক হযরত আলী, আ.লীগ নেতা মো. লিলুয়ার হোসেন, সদর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক, সদর থানা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা, ভুলটিয়া নবীনগর ওয়ার্ড মেম্বার মো. মহসিন আলী, মেম্বার মাহাবুর রহমান ও হাসিবুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন ৩ নং কুতুবপুর ইউনিয়ন সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান।