ভূমধ্যসাগরে নৌকাডুবি : নিখোঁজ ৩শ শরণার্থী

 

মাথাভাঙ্গা মনিটর: শরণার্থীদের নিয়ে যাত্রা করা তিন নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। এ দুর্ঘটনায় প্রায় তিনশ শরণার্থী নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফেরা কয়েক যাত্রীর উদ্ধৃতি দিয়ে গতকাল বুধবার এ তথ্য দিয়েছে জাতিসংঘ। ইতালিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিসের (ইউএনএইচসিআর) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ১০০ জন করে যাত্রী নিয়ে তিনটি নৌকা লিবিয়া থেকে থেকে ইতালির দিকে যাত্রা করে। যাত্রাপথে আরেকটি নৌকাও ছিলো। ১০৫ যাত্রী নিয়ে ভেসে চলা চতুর্থ নৌকাটি প্রতিকূল আবহাওয়ায় গত রোববার ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে নোঙ্গর করে। তবে ওই নৌকার অন্তত ১৯ যাত্রী মারা যান। অপর তিন নৌকা প্রতিকূল আবহাওয়ায় টিকতে না পেরে ডুবে যায়। নিখোঁজ হন সবাই। ঘটনার চার দিনের মাথায় নিখোঁজ যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।