পরিবারের অসাবধানতায় চুয়াডাঙ্গার দু প্রান্তের দু শিশুর বিষপান

 

স্টাফ রিপোর্টার: পরিবারের অসাবধনতায় চুয়াডাঙ্গার দু প্রান্তের দু শিশু বিষপান করেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচারা মাঝেরপাড়ার ফজলুর রহমানের ৬ বছর বয়সী মেয়ে মিথিলা বিষপান করে। তাকে গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতলে ভর্তি করা হয়। অপরদিকে দামুড়হুদা মদনা দক্ষিণপাড়ার সুমন আলীর আড়াই বছর বয়সী শিশুসন্তান আশিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবারে অসাবধানতায় বিষপান করে। তাকেও হাসপাতালে নেয়া হয়। দুজনের চিকিৎসা চলছে।