স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের রেকর্ডরুমের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাগে রাখা চারটি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল খায়ের বোমা চারটি উদ্ধার করে থানায় নেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুনসী জানান, পুলিশ সুপার রশীদুল হাসানের নির্দেশে রেকর্ডরুমের দেয়ালের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের রাখা একটি লালব্যাগে চারটি পেট্রোলবোমা উদ্ধার করা হয়। খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি সহকারী কমিশনার মুনিবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। ধারণা করা হচ্ছে নাশকতা সৃষ্টির লক্ষ্যে কে বা কার ওই স্থানে পেট্রোলবোমা রেখেছে।