মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা স্টাফ কোয়ার্টার সংলগ্ন এলাকা থেকে মাদক কেনাবেচার সময় ২৫ পুরিয়া হেরোইন ও নগদ ৭ হাজার ৫শ টাকাসহ দু মাদকব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। আটককৃতরা হলো- মেহেরপুর শহরের হারুন-আর রশিদের ছেলে মনির ও আনারুলের ছেলে জনি। এদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিনুজ্জামানের নেতৃত্বে মেহেরপুর সদর থানার একটি দল উপজেলা স্টাফ কোয়ার্টার সংলগ্ন মাদকব্যবসায়ী জনির বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির উঠোনে মাদক বেচাকেনার সময় দুজনকে আটক করে। এ সময় মেহেরপুর সদর থানার ওসি আহসান হাবীব, এসআই মেজবাহ, এসআই ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।