স্টাফ রিপোর্টার: আজ বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা বাড়লো বিএনপিসহ ২০ দলীয় জোটের চলমান হরতাল। গত রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল বুধবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু ফের ৪৮ ঘণ্টা হরতালের মেয়াদ বাড়ানোয় শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে এ হরতাল।
৬ জানুয়ারি থেকে দেশব্যাপি লাগাতার অবরোধের মধ্যে তৃতীয় দফায় হরতালের এ কর্মসূচি ঘোষণা করলো বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে, বিরোধী দলীয় নেতা-কর্মীসহ নিরীহ জনগণকে গুলি করে পঙ্গু ও আহত করা এবং গণগ্রেফতারের প্রতিবাদে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে অবৈধ সরকার গণদাবি মেনে না নেয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আজ বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপি চলমান সর্বাত্মক হরতাল কর্মসূচি বর্ধিত করা হলো। বিবৃতিতে আরো বলা হয়, আমাদের ন্যায্য অধিকার ও গণদাবির বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান এ আন্দোলন থেকে পিছপা হবে না ২০ দলীয় জোট। ঘোষিত হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য বিএনপি ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।