গাংনী প্রতিনিধি: মাছের উৎস্য ও কৃষি জমির সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুর গাংনী উপজেলার মড়কা খাল খনন কাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বানিয়াপুর গ্রামের পাশে খালখনন কাজের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা শেখ মেজবাহুল হক।
খনন কাজ বাস্তবায়ন কমিটির দলনেতা আনোয়ার পাশার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম। উপস্থিত ছিলেন এলাকার উপকারভোগী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৬ লাখ টাকা ব্যয়ে ৪২ লাখ ৮৪ হাজার ৬০ ঘনমিটার খনন কাজ করা হবে।