স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বিদ্যুত অফিসের লাইনম্যান নজরুল ইসলাম কেতুর বিরুদ্ধে এক বাকপ্রতিবন্ধীর সাথে অনৈতিক কাজের অভিযোগ উঠেছে। গতপরশু সোমবার দুপুর পৌনে ১টার দিকে চুয়াডাঙ্গা বিদ্যুত অফিসের একটি রুমে ওই বাকপ্রতিবন্ধীকে নিয়ে রঙ্গলীলায় মত্ত হলে স্থানীয়রা দেখে ফেলায় কেতু পালিয়ে যান।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার কানাপুকুরপাড়ার মৃত ইলাহী বকসের ছেলে চুয়াডাঙ্গা বিদ্যুত অফিসের লাইনমান নজরুল ইসলাম কেতু গত সোমবার দুপুরের দিকে বিদ্যুত অফিসে কেউ না থাকার সুযোগ বুঝে এক প্রতিবন্ধী মহিলাকে তার অফিসরুমে নিয়ে গিয়ে রঙ্গলীলায় মত্ত হন। পরে বিষয়টি জানাজানি হলে কেতু সেখান থেকে পালিয়ে যান। এদিকে অভিযোগ উঠেছে, নজরুল ইসলাম কেতু দীর্ঘদিন ধরে বিদ্যুত শ্রমিকদের অফিসরুমে মদ্যপানসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছিলেন। তিনি বিদ্যুত শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।