গাংনী প্রতিনিধি: শিশুর প্রারম্ভিক উৎসাহ-উদ্দীপনা কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা ও কমিউনিটি ক্লিনিকে উপকরণ বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় ও সেভ দ্যা চিলড্রেন ওই অনুষ্ঠানের আয়োনজ করে।
উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল আলম, সেভ দ্য চিলড্রেন মেহেরপুর প্রজেক্ট অফিসের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন ও পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে ১৫টি কমিউনিটি ক্লিনিকে উপকরণ প্লাস্টিক ওয়ারড্রোব, কাঠের বুক সেলফ, শিশু বিকাশ কার্ড, প্লাস্টিক টুল, ৱ্যাক, জগ, গ্লাস, চেয়ার, জগ ও গ্লাস রাখার স্ট্যান্ডসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।