স্কটল্যান্ডের কাছে আয়ারল্যান্ডের বড় হার

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ স্কটল্যান্ড। ম্যাট মাচানের শতকে আয়ারল্যান্ডকে ১৭৯ রানে হারিয়েছে তারা। গত মঙ্গলবার সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৯৬ রান করে স্কটল্যান্ড। ৮৬ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ের পর অধিনায়ক প্রেস্টন মমসেনের সাথে ৯৬ ও রিচি ব্যারিংটনের সাথে ৯৮ রানের দুটি চমৎকার জুটি গড়ে দলকে তিনশ রানের কাছাকাছি নিয়ে যান মাচান (১০৩)। তার ১০৮ বলের ইনিংসটি ৬টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ। এছাড়া মমসেন ৫৬ ও ব্যারিংটন ৫২ রান করেন। আয়ারল্যান্ডের ম্যাক্স সরেনসেন ৫৫ রানে নেন ৩ উইকেট। ক্রেইগ ইয়ং ২ উইকেট নেন ৩০ রানে।

জবাবে অ্যালাসডার ইভান্স ও মাজিদ হকের মারাত্মক বোলিংয়ে ২৭ ওভারে মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। দু উদ্বোধনী পল স্টার্লিং (৩৭) ও অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড (২৭) ভালো সূচনা এনে দেন আয়ারল্যান্ডকে। তবে ৫৭ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর দিক হারায় দলটি। মাত্র ৫১ রানে শেষ ৯ উইকেট হারানো দলটি বড় ব্যবধানে হার এড়াতে পারেনি। দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বাইরে দুই অঙ্কে পৌঁছান কেবল গ্যারি উইলসন (১৫)। দীর্ঘদেহী পেসার ইভান্স ৪ উইকেট নেন ১৭ রানে। অফস্পিনার মাজিদ ৩ উইকেট নেন মাত্র ৯ রানের খরচায়। বিশ্বকাপে প্রথম জয়ের সন্ধানে থাকা স্কটল্যান্ড রয়েছে বাংলাদেশের গ্রুপে। আগামী ১৭ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে স্কটল্যান্ড। তার আগের দিন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে আয়ারল্যান্ড।

Leave a comment