মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপে অতিরিক্ত ‘স্লেজিং’ দমন করতে কঠোর হবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এ অপরাধের জন্য ক্রিকেটাররা নিষিদ্ধ পর্যন্ত হতে পারেন। আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন মেলবোর্নে গত মঙ্গলবার সাংবাদিকদের জানান, প্রথমবার ‘স্লেজিং’ করলে বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হবে। পরের বার একই অপরাধ করলে অভিযুক্ত ক্রিকেটারকে নিষিদ্ধ করাও হতে পারে। শাস্তির পরিমাণ নির্ধারণে কেবল বিশ্বকাপের ঘটনা নয়, ক্রিকেটারদের অতীত কার্যকালাপও বিবেচনা করা হবে বলে জানান তিনি।
প্রথম অপরাধের কারণে আপনি জরিমানা দিয়ে পার পেয়ে যেতে পারেন; সেক্ষেত্রে আপনার ম্যাচ ফির সিংহভাগই কেটে নেয়া হবে। শুধু এ আসরে নয়, যাদের নামের সাথে অতীতেও এ ধরণের অপরাধ জড়িয়ে আছে, তারাও এর পুনরাবৃত্তি করলে নিষিদ্ধ হবে, যোগ করেন তিনি। রিচার্ডসন মনে করেন, কয়েক মাস আগের কয়েকটা ম্যাচে ক্রিকেটারদের আচরণ মেনে নেয়ার মতো ছিলো না এবং যে তরুণ দর্শকরা ম্যাচ দেখতে বসেছিলেন, তাদের জন্যও সেগুলো ভালো উদাহরণ ছিলো না। অস্ট্রেলিয়া-ভারতের মধ্যে সর্বশেষ সিরিজে ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান ও বিরাট কোহলি বাকবিতণ্ডায় জড়িয়ে শাস্তি পান। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ আগামী শনিবার মাঠে গড়াবে।