আলমডাঙ্গার গড়গড়ির শফিকুলসহ ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার গড়গড়ির শহিদুল ইসলামের ছেলে শফিকুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। চুয়াডাঙ্গার মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছেন, গড়গড়ির শহিদুল ইসলামের ছেলে শফিকুল গত ১৬ জানুয়ারি রোয়াকুলি গ্রামের দরিদ্র পরিবারের যুবতীকে ধর্ষণ করে। স্থানীয়দের হাতে ধরা পড়ে। যুবতী বিয়ের দাবি তোলে। শফিকুল বিয়ে করতে অস্বীকৃতি জানায়। সালিসের আয়োজন করা হয়। যুবতীকে শারীরিকভাবে লাঞ্ছিতও করে বলে জানা যায়। যুবতী তার মাকে সাথে নিয়ে মানবতা ফাউন্ডেশনে আইনগত সহায়তা চেয়ে আবেদন করে। এ প্রেক্ষিতে মানবতার একটি প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করে। স্থানীয়দের নিকট থেকে ঘটনার বর্ণনা শুনে অভিযোগের সত্যতা মেলে। অভিযুক্ত শফিকুল নানাভাবে যুবতীকে হুমকিধামকি দিতে থাকে। গত রোববার যুবতী পুনরায় মানবতা ফাউন্ডেশনে মামলায় আইনগত সহায়তা প্রদানের আবেদন করে কান্নায় ভেঙে পড়ে। এরই প্রেক্ষিতে গতকাল আলমডাঙ্গা থানায় মানবতা ফাউন্ডেশনের সহযোগিতায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মানবতার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার, মানবাধিকার কর্মী মনির আফরোজ, নির্বাহী পরিষদের সহসভাপতি অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার, তথ্য কর্মকর্তা অ্যাড. নওশের আলী, হাফিজ উদ্দিন হাবলু প্রমুখ।

Leave a comment