হরিণাকুন্ডু প্রতিনিধি: দেশব্যাপি পেট্রোলবোমা ছুড়ে সহিংসতার মাধ্যমে মানুষ হত্যার প্রতিবাদে হরিণাকুণ্ডু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মানববন্ধন কর্মসূচি পালন করে। গতকাল মুক্তিযোদ্ধাদের একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা দোয়েল চত্বরে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধা সমাবেশে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা কমান্ডার মাস্টার মহি উদ্দিন, ডেপুটি কমান্ডার শামসুল আলম, সাকের আলী প্রমুখ।