স্টাফ রিপোর্টার: শান্তি-সুখের বাংলাদেশ দাবিতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের উদীয়মান কবি মামুন খন্দকার (২৮) ব্যাটারিচালিত ভ্যানযোগে জাতীয় পতাকা নিয়ে ৬৪ জেলা ভ্রমণে বের হয়েছেন। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরের শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে মেহেরপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন।
শারীরিকভাবে প্রতিবন্ধী এ কবি জানান, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতিতে সারাদেশ জুড়ে চলছে বীভৎসতা। তাই এ ভ্রমণের মাধ্যমে সারাদেশবাসীর কাছে একটি ম্যাসেজ পৌঁছে দিতে চাই। তা হলো, এ বীভৎস্য বাংলাদেশ আমি চাই না। শান্তি-সুখের বাংলাদেশ চাই। মামুন খন্দকারের ভ্যানচালক হিসেবে থাকছেন আলমডাঙ্গা শহরের তরুণ মিরাজুল ইসলাম (২০)।