ডাউকী প্রতিনিধি: গতকাল দিনব্যাপি আলমডাঙ্গার হাউসপুরে আলমসাধুস্ট্যান্ডে চালকরা আলমসাধু, নসিমন, করিমন না চালিয়ে কর্মবিরতি ও আলোচনাসভার আয়োজন করেন। আলমডাঙ্গা থেকে জামজামি, শঙ্করদিয়া, পাঁচলিয়া, খাসকররা, রামদিয়া ও দুর্গাপুর সড়কে কোনো আলমসাধু, নসিমন, করিমন চলাচল করেনি। সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে জামজামি বাজারে যাত্রী তোলাকে কেন্দ্র করে অটোচালক কৃষ্ণ ও আলমসাধুচালক শুকুরের মাঝে বাগবিতণ্ডার সৃষ্টির এক পর্যায়ে কৃষ্ণ শুকুরকে মেরে জখম করে। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। নসিমন, করিমন ও আলমসাধুচালক তাদের শক্তিকে একত্রিত করার জন্য এ মর্মে ১টি কমিটি গঠন করেন। আক্তার মালিতার উপস্থাপনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী জিকু মিয়া, চালক সিরাজুল ইসলাম, শুকচান মিয়া, শরিফুল ইসলাম, চান মিয়া, কাওসার, মুনজু, শাহীন, আক্তার আলী, আকিজ মিয়া, বাবলু, বারেক, মোল্লা তোয়ব আলী প্রমুখ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে জহুরুল ইসলাম ইকতারকে সভাপতি, সাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক, জামিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৪৯৯ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।