মেহেরপুরের গাংনীতে ফেনসিডিল উদ্ধার

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার সাহেবনগর তালতলা নামক স্থান থেকে ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে বারোটার দিকে ৱ্যাব-৬ গাংনী ক্যাম্প সদস্যরা অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করেন।

ৱ্যাব-৬ গাংনী ক্যাম্পসূত্রে জানা গেছে, মাদকব্যবসায়ীরা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে বামন্দীর দিকে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সাহেবনগর তালতলা মোড় এলাকায় অভিযান চালায় ৱ্যাবের একটি দল। অভিযানের নেতৃত্বে ছিলেন ক্যাম্প কমান্ডার উৎপল রায়। ৱ্যাবের উপস্থিতি টের পেয়ে মাদকব্যবসায়ীরা ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেন ৱ্যাব সদস্যরা।