গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার আমতৈল গ্রামের ইকরাম হোসেনের বাড়িঘর ভাঙচুর করেছে প্রতিপক্ষ। গতকাল রোবাবর বিকেলে এ ঘটনা ঘটে। ইকরাম হোসেন জানান, শরিকি জমিজমা নিয়ে তার চাচাতো ভাই হান্নানের সাথে বিরোধ চলছিলো। এর জের ধরে গতকাল বিকেলে হান্নান লোকজন নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় গোয়াল ও রান্নাঘর ভেঙে গুঁড়িয়ে দেয় এবং বসতঘরে ভাঙচুর চালায়। বাধা দিতে গিয়ে তাদের মারধরের শিকার হয়েছেন ইকরামের মা কাজল রেখা। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।