স্টাফ রিপোর্টার: এনটিভির চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স-অ্যাটকোর সভাপতি আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তি দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় এনটিভি প্রতিনিধি রফিকুল ইসলামের সভাপতিত্বে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি এসএম শরীফ উদ্দিন হাসু, সাধারণ সম্পাদক শাহার আলী, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মানিক আকবার, আজকের খাসখবর পত্রিকার সম্পাদক জেড আলম, প্রথম আলো প্রতিনিধি শাহ আলম সনি, চ্যানেল আই প্রতিনিধি রাজীব হাসান কচি, বৈশাখী টিভির প্রতিনিধি মরিয়ম শেলী, দৈনিক সরেজমিন পত্রিকার প্রতিনিধি আব্দুল মজিদ জিল্লু, দিনবদলের সংবাদের সম্পাদক রিচার্ড রহমান, এসএটিভির প্রতিনিধি বিপুল আশরাফ, দৈনিক এশিয়া বাণীর প্রতিনিধি নাসির উদ্দিন জোয়ার্দ্দার, দেশ টিভির প্রতিনিধি খাইরুজ্জামান সেতু, আরটিভি প্রতিনিধি কামরুজ্জামান চাঁদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করেন।