মেহেরপুরে চিকিৎসকদের মানববন্ধন

মেহেরপুর অফিস: হরতাল, অবরোধের নামে সারাদেশে পেট্রোলবোমায় মানুষ হত্যার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও এক ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মেহেরপুর জেলা শাখা। গতকাল শনিবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে বিএমএ সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএমএ সাধারণ সম্পাদক ডা. আবু তাহের, স্বাধীনতা চিকৎসক পরিষদের সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক ডা. তাপস কুমার সরকারসহ চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধন শেষে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা।