দামুড়হুদায় ট্রাকে ইট নিক্ষেপের পরপরই বিকট শব্দে বোমার বিস্ফোরণ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিস্ফোরিত বোমার বিকট শব্দে গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। গতকাল শনিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে জয়রামপুরস্থ শেখ ব্রিক্সের আশপাশ এলাকায় বোমাটি বিস্ফোরিত হয়। এর মিনিট পাঁচেক আগে ওই ইটভাটার সামনেই একটি চলন্ত ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করে অজ্ঞাত অবরোধকারীরা। এ ঘটনায় কেউ আটক হয়নি।

রাতে টহল ডিউটিতে থাকা দামুড়হুদা মডেল থানার এসআই আফজাল হোসেন জানান, ট্রাকটি দর্শনা থেকে কুষ্টিয়ায় যাচ্ছিলো। রাত সোয়া ১১টার দিকে ট্রাকটি দামুড়হুদার জয়রামপুর শেখ ইটভাটার সন্নিকটে পৌঁছুলে অজ্ঞাত অবরোধকারীরা ওই চলন্ত ট্রাকে ইট-পাটকেল নিক্ষেপ করে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ আটকও হয়নি। বিকট শব্দে বোমা বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, বোমাটি বিস্ফোরণের মাত্র ৫ মিনিট আগে আমি গাড়ি নিয়ে জয়রামপুর বটতলায় পৌঁছায়। এর পরপরই একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। তিনি আরো বলেন, বোমা বিস্ফোরণের শব্দ শুনেছি। তবে বোমাটি কোনো জায়গায় বিস্ফোরিত হয়েছে তার সঠিক স্থান নির্ণয় করা সম্ভব হয়নি। এদিকে রাতে ট্রাকে ইট নিক্ষেপের পরপরই বিকট শব্দে বোমা বিস্ফোরণের ঘটনায় সাধারণ জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।