আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শহরে নাশকতা এড়াতে থানা পুলিশ খোলা বাজারে পেট্রোল বিক্রি নিষিদ্ধ করে মাইকিং করেছে। গতকাল শনিবার সকালে আলমডাঙ্গা থানা পুলিশ মাইকিং করে শহরের বিভিন্ন দোকানে বোতলে পেট্রোল বিক্রি নিষিদ্ধ করে। এতে মোটরসাইকেল চালকদের ফিলিং স্টেশনে ছুটে গিয়ে তেল কিনতে হলেও পেট্রোলবোমার ঝুঁকি বহুলাংশে হ্রাস পাবে বলে অনেকে মনে করেন।
জানা গেছে, পেট্রোল দাহ্য পদার্থ। সামান্য একটু অসবাধানের কারণে ঘটতে পারে বড় ধরনের অগ্নিকাণ্ড। এ কারণে পূর্ব থেকেই খোলা বাজারে পেট্রোল বিক্রি নিষিদ্ধ। উপজেলার জনবহুল সড়কের ধারে দোকানিরা দোকানের সামনে টেবিল ভিড়িয়ে পরিত্যক্ত পানীয় বোতলে পেট্রোল তেল ভরে সাজিয়ে রেখে বিক্রি করেন।
হাটবোয়ালিয়া প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গা হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ গতকাল শনিবার দিনব্যাপি বোতলে পেট্রোল বিক্রি বন্ধ করতে বিশেষ অভিযান পরিচালনা করে। হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প আইসি এসআই মোফাজ্জল জানান, দেশব্যাপি নাশকতামূলক কর্মকাণ্ডে পেট্রোলবোমা বন্ধে পুলিশ খোলা বাজারে বোতলে পেট্রোল বিক্রি বন্ধে পুলিশের বিশেষ অভিযান চলছে। গতকাল হাটবোয়ালিয়া, বড় বোয়ালিযা, মোড়ভাঙ্গা ও ভাংবাড়িয়া বাজারের রাস্তার পাশের বেশ কয়েকটি দোকান থেকে ১শ লিটারের অধিক পেট্রোলসহ বোতল জব্দ করা হয়।