স্টাফ রিপোর্টার: বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। একটি স্বপ্ন সত্যি হয়। আরেকটি স্বপ্ন সামনে এসে দাঁড়ায়। সেমিফাইনালে খেলার স্বপ্নপূরণের পর ফাইনাল। আরেকটু হলে ক্ষতি কী। আরেকটি জয়। তাহলেই লাল-সবুজের বিজয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ নিজেদের আঙিনায় জেতার চেয়ে বড় আনন্দ আর কিছুতেই হতে পারে না। সেই স্বপ্ন দু’চোখে মেখে কাল বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম হৃদয়ছোঁয়া আকাক্সক্ষা ব্যক্ত করলেন। জানালেন, বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে এই মধুর জয় তারা উৎসর্গ করবেন ভাষা শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি। তার সঙ্গে কায়মনোবাক্যে বাংলাদেশের ক্রীড়াপ্রেমী জনসাধারণও চাইবে, স্বপ্নটা যেন সত্যি হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আজ মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ ও মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হওয়া ম্যাচ চ্যানেল নাইন সরাসরি সম্প্রচার করবে। চলতি ধারাবিবরণী দেবে বাংলাদেশ বেতার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করবেন বলে আশা করা হচ্ছে।
গ্রুপ ম্যাচে মালয়েশিয়া যুব দলের কাছে হেরে যাওয়া বাংলাদেশ প্রতিশোধ নিতে চায়। ঘরের মাঠে টুর্নামেন্টের শিরোপা জিততে উন্মুখ লাল-সবুজরা। জেতার জন্য প্রস্তুত খেলোয়াড়রা। শিরোপা জিতলেই ৫০ লাখ টাকা পুরস্কার। হোম ভেন্যু, পরিচিত দর্শক- জয় ছাড়া অন্য কিছু চিন্তা করছেন না জাতীয় দলের ডাচ কোচ ডি ক্রুইফ। তার কথা, ‘ট্রফি জেতা জরুরি। ফুটবলাররা উজ্জীবিত। আমি ভালো কিছু আশা করছি। প্রতিপক্ষের টিমওয়ার্ক, ক্ষিপ্র গতি, টিকিটাকা ফুটবল, শক্ত আক্রমণের বিরুদ্ধে যে কোনো কোচের পরিকল্পনা আঁটা খুব কঠিন। মালয়দের আটকানোর জন্য আমাদের কৌশল প্রকাশ করতে চাই না। মাঠেই পরিকল্পনার বাস্তবায়ন চাই আমি ফুটবলারদের কাছে।’
অধিনায়ক মামুনুলের কণ্ঠে আত্মপ্রত্যয়ের সুর, ‘ভালো খেলেই ফাইনালে এসেছি। স্বাগতিক হিসেবে আমরা ফাইনাল না খেললে টুর্নামেন্ট আকর্ষণ হারাত। খেলোয়াড়দের জয়ের মানসিকতা রয়েছে। দলের সবার চোখ শিরোপার দিকে। সেরা ফুটবল খেলেই শিরোপা জিততে চাই আমরা।’