গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ইকুড়ি গ্রামে একসাথে বিষপানের ঘটনায় স্ত্রী রোজিনার খাতুনের পথ ধরে স্বামী বুজুর আলীও চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুজুর আলীর মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন রোজিনা। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে বইছে শোকের ছায়া।
অভাব অনটনসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর জের ধরে শুক্রবার সন্ধ্যার আগে নিজ বাড়িতে স্বামী-স্ত্রী একসাথে বিষপান করেন। তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রোজিনার মৃত্যু হয়। বুজুর আলীকে রেফার করা হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে।
এদিকে একই সাথে স্বামী-স্ত্রীর মর্মান্তিক আত্মহননের ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার পাশাপাশি শোকও বিরাজ করছে। পিতা-মাতাকে হারিয়ে একমাত্র ছেলে জাকিরুল ইসলাম (১৮) দিশেহারা। গতকাল শনিবার নিজ গ্রামে পিতামাতাকে দাফন করেছেন জাকিরুল।