জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগরে রাতে পার্কিং করে রাখা দুটি বাসে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করেছে। পেট্রোলবোমায় চুয়াডাঙ্গা-যশোর যাতায়াতকারী শাপলা পরিহনের (ঢাকা-মেট্রো-জ-০৪-০৮৬৮) একটি বাস সম্পূর্ণরূপে ও ঢাকায় চলাচলকারী চিত্রা পরিবহনের অপর একটি বাস (রাজ-মেট্রো-ব-১১-০০২৫) আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত আড়াইটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তদল চিত্রা পরিবহনরে টায়ারে ও শাপলা পরিবহনের ওই বাসটিতে পেট্রোলবোমা ছুঁড়ে দিলে আগুন ধরে যায়।
রাত আড়াইটার দিকে নৈশকোচের যাত্রী নিতে এসে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা শাখারিয়ার এক করিমনচালক বাসে আগুন জ্বলতে দেখে চিৎকার দেন। এ সময় পার্কিঙে থাকা বাসের ড্রাইভার চুয়াডাঙ্গা কেদারগঞ্জপাড়ার মনা ড্রাইভারসহ অন্য বাসের শ্রমিকরা উঠে জ্বলন্ত বাসের ভেতর থেকে সুপারভাইজার চান্নু মিয়া (৩৫) ও হেলপার মারুফকে (২০) উদ্ধার করলে তারা প্রাণে বেঁচে যান। তাদের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কেয়াবাগানে। খবর পেয়ে রাত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ৩টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নেন। এর ফলে পার্কিঙে দাঁড়িয়ে থাকা অন্যান্য বাসগুলো আগুনের হাত থেকে রেহাই পায়। আগুনে ভস্মীভূত শাপলা পরিবহনের মালিক ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের পরিবহন ব্যবসায়ী টুল্লু মিয়ার এবং আংশিক ক্ষতিগ্রস্ত চিত্রা পরিবহনের মালিক একই জেলার কালীগঞ্জ উপজেলা শহরের আবু খান বলে জানা গেছে।
বাসশ্রমিকরা অভিযোগ করে বলেছেন, প্রতিদিনি রাতে বাসস্ট্যান্ডে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন থাকলেও শুক্রবার রাতে কোনো পুলিশ ছিলো না। ফলে দুর্বৃত্তদল এ ঘটনা ঘটিয়েছে বলে তাদের অভিযোগ। এ ঘটনার ফলে রাতে জীবননগর বাসস্ট্যান্ড ও এর আশপাশে পাকিং করে রাখা বাস-ট্রাক মালিক ও শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।