জর্দানি বিমান হামলায় আমেরিকান জিম্মি নিহত

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার ইসলামিক স্টেটের (আইএস) হাতে বন্দি যুক্তরাষ্ট্রের এক নারী জিম্মি জর্দানি বোমাবর্ষণে নিহত হয়েছেন বলে দাবি করেছে আইএস। ওই নারীকে বন্দি করে রাখা একটি ভবনে জর্দানি জঙ্গি বিমানগুলোর চালানো হামলায় তিনি হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে আইএস। তবে আইএসর এ দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে জর্দান। অ্যারিজোনার বাসিন্দা ২৬ বছর বয়সী মানবাধিকার কর্মী কাইলা মুয়েলের নিহত হয়েছেন, এমন খবর তারা নিশ্চিত করতে পারছেন না বলে রাজধানী ওয়াশিংটন থেকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা। এক বার্তায় আইএ জানিয়েছে, শুক্রবার জর্দানি বিমান হামলায় রাক্কা শহরের কাছে একটি ভবন বিধ্বস্ত হয়ে কাইলা নিহত হয়েছেন। বিধ্বস্ত ভবনটিতে জিম্মি কাইলাকে বন্দি করে রাখা হয়েছিলো বলে জানিয়েছে তারা। এসআইটিইতে প্রকাশিত বার্তানুযায়ী ইসলামিক স্টেট বলেছে, এক ঘণ্টারও বেশি সময় ধরে এই একই এলাকায় বিমান হামলা চালানো হয়। কয়েকটি ছবি প্রকাশ করে তা বিধ্বস্ত ওই ভবনটির বলে দাবী করেছে আইএস, কিন্তু এসব ছবির মধ্যে নিহত কাইলার কোনো ছবি নেই। জর্দান জানিয়েছে, শুক্রবার দ্বিতীয় দিনের মতো তারা আইএসর অবস্থানে বিমান হামলা চালিয়েছে। আইএসর দাবির প্রতিক্রিয়ার দেশটির সরকারি মুখপাত্র মোহাম্মদ মোমানি বলেছেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তবে আমাদের প্রথম প্রতিক্রিয়ায় এটিকে অযৌক্তিক বলে মনে করছি ও এর বিষয়ে অত্যন্ত সন্দিগ্ধ মনোভাব পোষণ করছি।